২০২২ সালে কক্সবাজারে রেল আসবে : রেলমন্ত্রী

প্রতিনিধির পাঠানো

জাতীয়

২০২২ সালে কক্সবাজারে রেল আসবে : রেলমন্ত্রী

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

২০২২ সালের জুনের মধ্যে কক্সবাজারে রেল চলাচল করবে বলে আশাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এর মধ্যে দিয়ে পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

আজ বৃহস্পতিবার কক্সবাজার সার্কিট হাউজে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন দোহাজারী হয়ে কক্সবাজার রেল লাইন প্রকল্প কিছু জায়গায় ৩০ ভাগ কিছু জায়গায় ২০ সম্পন্ন হয়েছে। তবে এখনো জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন থাকায় কার্যক্রম দৃশ্যমান হচ্ছে না।  জমি অধিগ্রহণ কাজ শেষ হলে খুব দ্রুত কাজ এগিয়ে যাবে।

এ সময় তিনি ভূমি অধিগ্রহণের সময় কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

রেলমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ কাজ শেষ হলে কক্সবাজার পর্যটন ব্যবসায় এক নতুন দিগন্ত আসবে।  কারণ মানুষ সহজ যোগাযোগ মাধ্যমকেই বেশি পছন্দ করে তাই রেল ভ্রমন খুবই সহজ এবং নিরাপদ।  এর ফলে কক্সবাজারের উন্নয়নে প্রকল্পটি মাইলফলক হিসাবে থাকবে।

বৈঠকে সভপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবছার।  বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এর  মহাপরিচালক কাজী রফিকুল আলম, দোহাজারী কক্সবাজার রেল লাইন নির্মাণের প্রকল্প পরিচালক মুফিজুর রহমান,কক্সবাজার ভুমি হুকুম দখল কর্মকর্তা আবু হাসনাত মো. শদিুল হক, সহকারী হুকুম দখল কর্মকর্তা মো. মুমিনুল হক, বিভাগীয় বন কর্মকর্তা সহ সকল কাননগো এবং সার্ভেয়াররা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads