১৯ দলের অনুরোধ রাখছে না জামায়াত

জামায়াতে ইসলামী বাংলাদেশ

সংরক্ষিত ছবি

নির্বাচন

সিটি নির্বাচনে একক প্রার্থী

১৯ দলের অনুরোধ রাখছে না জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই, ২০১৮

১৯ দলের অনুরোধ রাখছে না ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশ। সিলেট সিটি নির্বাচন থেকে জামায়াতের প্রার্থীকে ‘নিষ্ক্রিয়’ করার জন্য গতকাল শনিবার জোটের সভায় শেষবারের মতো অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সভায় জামায়াতের প্রতিনিধি ও দলের কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন সাফ জানিয়েছেন এখন পর্যন্ত শীর্ষ নেতাদের সিদ্ধান্ত সিলেটে তাদের প্রার্থী থাকবে। শরিকদের অনুরোধ কমিটির নেতাদের কাছে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দায় সেরেছেন মোবারক।

জোটের শরিক ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ মনি বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা থেকে তিনি বলেন, বরাবরের মতো জামায়াতে ইসলামী এবারো কৌশলী ভূমিকা নিয়েছে। মনে হয় না যে প্রার্থীকে নিষ্ক্রিয় করবে।

আরেক শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, জোটের তরফ থেকে জামায়াতের প্রতিনিধির কাছে অনুরোধ জানানো হয়েছে। তারা অনুরোধ রাখবে বলে মনে হচ্ছে না।

জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল সিলেটে একক প্রার্থী করা। এখনো আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামায়াতের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছে।       

সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের সভা হয়। সভায় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ২০ দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ছিলেন বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব গোলাম আজগর ও জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads