এফ-কমার্স সেবাদাতা প্ল্যাটফর্ম শপআপ ১৬ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। অমিডিয়ার নেটওয়ার্ক নামের একটি বিনিয়োগকারী সংস্থা এতে নেতৃত্ব দিচ্ছে। এ বিনিয়োগে আরো অংশ নিয়েছে ফেসবুক, গুগল, ইউটিউব, গ্র্যাব, অ্যামাজন এবং কয়েকটি ব্যাংকের একাধিক বিনিয়োগকারী। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ বিনিয়োগের ঘোষণা দেয় অমিডিয়ার নেটওয়ার্ক।
অনলাইনে পণ্য বিক্রি করে এমন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অটোমেশনের আওতায় নিয়ে আসার সেবা দিয়ে থাকে শপআপ। এছাড়া নিবন্ধিত মার্চেন্টরা সহজেই ঋণের জন্য আবেদন করতে পারেন প্ল্যাটফর্মটির মাধ্যমে।
শপআপ জানিয়েছে, ক্রেডিট অ্যালগরিদম উন্নত করা, এক লাখের বেশি মার্চেন্টকে প্ল্যাটফর্মটির আওতায় নিয়ে আসা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে এ বিনিয়োগ কাজে লাগানো হবে।
অমিডিয়ার নেটওয়ার্কের ইনভেস্টমেন্ট ডিরেক্টর স্মিতা আগারওয়াল জানান, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে এ খাতে প্রবৃদ্ধি অর্জন সম্ভব। শপআপ এমনই একটি প্ল্যাটফর্ম, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে যেমন কাজ করছে, তেমনি উদ্ভাবন ও কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অমিডিয়ার নেটওয়ার্ক ২০০৪ সালে কার্যক্রম শুরু করে। বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান ইবের প্রতিষ্ঠাতা পিয়েরে অমিডিয়ার এবং তার স্ত্রী পাম এর প্রতিষ্ঠাতা। বিভিন্ন লাভজনক ও অলাভজনক প্রতিষ্ঠানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতিষ্ঠানটির।