সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত রেডহ্যাট ট্রেনিং পার্টনার কনফারেন্সে ৫টি পুরস্কার লাভ করেছে দেশি লিনাক্স প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান লিনাক্স পাঠশালা। দক্ষিণ এশিয়ার দেড় শতাধিক প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নেয়।
সম্মেলনে সবচেয়ে সম্মানজনক ‘রেডহ্যাট অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, রেডহ্যাট পার্টনার অব দ্য ইয়ারের দুটি ক্যাটাগরি, পার্টনার অব দ্য ইয়ারসহ মোট পাঁচটি ক্যাটাগরি থেকেও পুরস্কার ঝুলিতে ভরেছে লিনাক্স পাঠশালা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাসির উদ্দিন পাভেল সম্মেলনে উপস্থিত থেকে এ পুরস্কারগুলো গ্রহণ করেন।
তিনি জানান, দেশে বর্তমানে ২৫ জন আরএইচসিএ রয়েছেন, যার মধ্যে ২০ জনই এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে লিনাক্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এর বাইরে আরএইচসিই রয়েছেন প্রায় ৫ হাজার। যার মধ্যে প্রায় ১ হাজার ৪০০ জন লিনাক্স পাঠশালার।