এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে যে কয়েকটি বাজার আছে, তার মধ্যে বাংলাদেশ নকিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার বলে জানিয়েছেন নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন মডেলের দুটি হ্যান্ডসেটের উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২১ হাজার ৯৯০ টাকা মূল্যের নকিয়া ৫.১ প্লাস উন্মোচন করা হয়। মিডিয়াটেক চিপসেট হেলিও পি৬০ দ্বারা চালিত। এছাড়া নচ ডিসপ্লেসমৃদ্ধ এবং সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরিচালিত এই হ্যান্ডসেটটির সমতুল্য অন্যান্য ব্র্যান্ডের আরো অনেক হ্যান্ডসেট ইতোমধ্যেই বাজারে আছে, যা এই ডিভাইসের চেয়ে আরো কমেও পাওয়া যায়। সে ক্ষেত্রে নকিয়া বাজারে আসতে অনেক দেরি করে ফেলেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সন্দীপ বলেন, আমরা ডিভাইসের ফিচারে নয়, এর গুণগত মানের ওপর নজর দেই। এই ডিভাইসে যেই ফিচার আছে তা হয়তো অন্যান্য ব্র্যান্ডের কম দামের অনেক ডিভাইসেই আছে। তবে নকিয়ার মতো গুণগত মানের দিকে তারা এতটা জোর দেয় না বলে দাবি করেন এইচএমডির এই কর্মকর্তা।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে এখনো নকিয়ার যেই জনপ্রিয়তা এবং বিশ্বাস আছে তা নিয়ে আমরা অনেক খুশি। বর্তমানে এই বাজারে আমাদের দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করতে হবে। তারপরও আমরা বলব বাংলাদেশের বাজারে আমাদের শক্তিশালী অবস্থান রয়েছে।
এ সময় এইচএমডি গ্লোবালের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, আমরা এখনো বাংলাদেশের বাজার দেখছি। অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে দামের পার্থক্যটা বোঝার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব গ্রাহকের হাতের নাগালে থাকে এমন দাম নিয়েই থাকতে।
তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন জোনে ৭৩ জন লোকাল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সারা দেশের ৭ হাজারেরও বেশি আউটলেটে নকিয়ার ফোন বিক্রি করা হচ্ছে। এছাড়া দেশের সব বড় শহরসহ অন্যান্য এলাকা মিলিয়ে সারা দেশে প্রায় ৫০টিরও বেশি সার্ভিস সেন্টার বা কেয়ার পয়েন্ট রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে উন্মোচন হওয়া নকিয়া ৫.১ প্লাস স্মার্টফোনটিতে ডেপথ সেন্সিং ইমেজিং এবং নির্বাচনযোগ্য ‘বোকেহ’ ব্লারের সঙ্গে পোর্ট্রেট আলোতে স্টুডিও স্টাইলে ছবি তোলার ক্ষমতাসম্পন্ন ১৩ এমপি ও ৫ এমপি রিয়ার ক্যামেরা, ফেস রিকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সুরক্ষার দ্রুত আনলকিং ও অথেনটিকেশন সুবিধা পাওয়া যাবে। এছাড়া ৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ১৮:৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লেসমৃদ্ধ নকিয়া ৩.১ প্লাস কিছু দিনের মধ্যেই উন্মোচন হতে যাচ্ছে। এই ডিভাইসটিতে থাকছে ১৩ এমপি ফেজ ডিটেকশন অটো ফোকাস ও ৫ এমপি সেন্সর ক্যামেরা, সামনে ৮ এমপি ক্যামেরা, ৩৫০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন চলে। এটি সহজেই আপনার পছন্দের নেটফ্লিক্স চার্জ ছাড়া দেখতে সহায়তা করবে। নকিয়া হ্যান্ডসেটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবালের মার্কেটিং লিড ইফফাত জহুর।