হ্যান্ডসেট সংযোজন কর কমেছে

মোবাইল হ্যান্ডসেট সংযোজনের কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে

ছবি সংরক্ষিত

তথ্যপ্রযুক্তি

হ্যান্ডসেট সংযোজন কর কমেছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৮

দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজনের কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৫ শতাংশ করের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ৭ জুন মোবাইল হ্যান্ডসেট সংযোজনের ওপর ১৫ শতাংশ কর নির্ধারণ করে নির্দেশনা জারি করেছিল এনবিআর। পরবর্তী সময়ে জাতীয় সংসদে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজনের ওপর কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন। গতকাল পাস হওয়া অর্থবিলে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হ্যান্ডসেট সংযোজনে ৩৫ শতাংশ কর নির্ধারণ করা হয়। তবে সংযোজন কারখানা স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ- যেখানে একটি হ্যান্ডসেট আমদানিতে ৩৩ শতাংশ কর দিতে হয়, সেখানে যদি সংযোজন করের পরিমাণ দাঁড়ায় ৩৫ শতাংশ যা সংযোজনকারী ফ্যাক্টরিতে বিনিয়োগে নিরুৎসাহিত করবে। একই সঙ্গে নতুন করে কেউ আর এদেশে ফ্যাক্টরি করতে আগ্রহী হবে না। এর আগে আমদানিতে ছিল ১৮ শতাংশ এবং পুরোপুরি উৎপাদনের কর ছিল ১৩ শতাংশ।

তবে এনবিআরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন সংশোধিত নিয়মে হ্যান্ডসেট সংযোজনকারীদেরকে সব মিলে ২৩ শতাংশ কর দিতে হবে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোবাইল হ্যান্ডসেট সংযোজনের বিষয়ে বিশেষ ট্যাক্স সুবিধা দিয়ে নির্দেশনা জারি করলে ওই নির্দেশনার ওপর ভিত্তি করে ছয়টি দেশি-বিদেশি কোম্পানি হ্যান্ডসেট সংযোজনের জন্য কারখানা স্থাপন করে। ইতোমধ্যে কয়েকটি কারখানায় হ্যান্ডসেট সংযোজনের কাজ শুরু হয়ে গেলেও নতুন নির্দেশনার কারণে হ্যান্ডসেটগুলো বাজারে ছাড়ছে না প্রতিষ্ঠানগুলো।

এনবিআরের জারি করা ১৫ শতাংশ কর কমানোর দাবি নিয়ে গত ২০ জুন এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সাত সংগঠন। সেখানে বিনিয়োগকারীরা বলেছিলেন, এক বছর ধরে বিনিয়োগ ও কারখানা স্থাপন শেষে যখন উৎপাদনে যাওয়ার সময় ঠিক তখনই এই ভ্যাটের খড়গ। এই বাড়তি ভ্যাটের কারণে আমাদেরকে পথে বসে যেতে হবে। ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না তখন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads