হ্যান্ডসেট কিনতে রবি গ্রাহকদের ঋণ দেবে ব্যাংক এশিয়া

গ্রাহকদের কাছে সেবাটি পৌঁছে দিতে রবি বিগ ডেটা সলিউশন ব্যবহার করবে

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যান্ডসেট কিনতে রবি গ্রাহকদের ঋণ দেবে ব্যাংক এশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ জুন, ২০১৮

ফোরজি হ্যান্ডসেট কেনার জন্য গ্রাহকদের অর্থায়ন করতে ব্যাংক এশিয়ার সঙ্গে চুক্তি করেছে দেশের টেলিকম অপারেটর রবি। সম্প্রতি রবি করপোরেট অফিসে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে সুবিধাবঞ্চিত রবি গ্রাহকদের ক্ষুদ্রঋণের মাধ্যমে ফোরজি হ্যান্ডসেট ক্রয় করতে সহায়তা করবে ব্যাংক এশিয়া। গ্রাহকদের কাছে সেবাটি পৌঁছে দিতে রবি বিগ ডেটা সলিউশন ব্যবহার করবে।

রবি থেকে জানানো হয়, হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে অর্থায়নের সুযোগ এমনভাবে নিশ্চিত করা হয়েছে, যাতে করে নারীরাও ফোরজি হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত হন। এর মাধ্যমে এসডিজির নির্ধারিত ‘জেন্ডার সমতার’ লক্ষ্যগুলো অর্জনেও সহায়ক হবে চুক্তিটি।

এই চুক্তির সঙ্গে সম্পর্কিত সবাই মনে করে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ‘বৈষম্য হ্রাসকরণ’ কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করবে।

চুক্তি স্বাক্ষরের সময় ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ এবং রবির করপোরেট স্ট্রাটেজির ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads