হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখুন নিজের প্রোফাইল পিকচার

হোয়াটসঅ্যাপ

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখুন নিজের প্রোফাইল পিকচার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০১৯

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে নিরাপত্তার দিক থেকে সবচেয়ে সুবিধার অ্যাপ হিসেবে খ্যাত হোয়াটসঅ্যাপ। বেশ কয়েক মাস ধরেই অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান এটিকে আরো বেশি নিরাপদ রাখতে নানা ধরনের ফিচার পরিবর্তন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য টু-স্টেপ ভেরিফিকেশন, হাইডিং স্ট্যাটাস, হাইডিং প্রোফাইল পিকচারস ইত্যাদি।

তবে এখনো হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কিছু কন্টাক্টের জন্য সরাসরি নিজের প্রোফাইল পিকচার গোপন রাখার সুবিধার বিষয়টি বাকি রয়েছে। অবশ্য নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লক করে প্রোফাইল বা স্ট্যাটাস গোপন রাখা যায়। তবে এটা সরাসরি কোনো পদ্ধতি নয়। আপনি যদি কোনো নির্দিষ্ট কন্টাক্ট থেকে আপনার প্রোফাইল পিকচার গোপন করতে চান তাহলে কয়েকটি কাজ করতে হবে।

এই পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তি থেকে নিজের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে পারেন। এজন্য প্রথমেই যাদের কাছ থেকে প্রোফাইল পিকচারটি লুকিয়ে রাখতে চান তাদের নম্বর আপনার ফোন থেকে ডিলিট করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে হবে। তবে অবশ্যই এজন্য আপনাকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে যা করতে হবে-

প্রথম ধাপ : প্রথমে কন্টাক্ট তালিকা ওপেন করুন। যার বা যাদের কাছ থেকে প্রোফাইল পিকচার গোপন করতে চান তাদের খুঁজে বের করুন। এবার সেগুলো ডিলিট করে দিন।

দ্বিতীয় ধাপ : আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ওপরের ডান কোনায় থাকা তিনটি ডটে ক্লিক করুন। এবার ‘সেটিংস’ অপশন থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘প্রাইভেসি’ সেটিংসে যান। এ পর্যায়ে ‘প্রোফাইল ফটো’ অপশনে গিয়ে ‘মাই কন্টাক্ট’ সিলেক্ট করুন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads