ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্মার্টফোনে ১০০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন থেকে যেকোনো মডেলের স্মার্টফোন কিনলে এই সুযোগ পাওয়া যাবে। এর পাশাপাশি বাণিজ্যমেলায় ওয়ালটনের ফিচার ফোনও কেনা যাবে মূল্যছাড়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, বাণিজ্যমেলার ২৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে রয়েছে ২০ মডেলের ওয়ালটন স্মার্টফোন।
ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের এসব স্মার্টফোন কিনে এসএমএসের মাধ্যমে প্রডাক্ট রেজিস্ট্রেশন করলেই মিলবে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
এ অফারটি পেতে ফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে ইঙ লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই নম্বর লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে এসএমএস করতে হবে।
ফিরতি এসএমএসে ক্রেতাকে মূল্যছাড়ের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন থেকে স্মার্টফোন ক্রয়ে গ্রাহক ওই ডিসকাউন্ট পাবেন।
বাণিজ্যমেলায় রয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত মোট ২০ মডেলের ওয়ালটন স্মার্টফোন।
এ ছাড়া আছে ৭৬০ টাকা থেকে ১৭৯০ টাকা দামের ১৯ মডেলের ফিচার ফোন। বিশেষ ডিসকাউন্টে এসব ফিচার ফোন মিলবে ৬৬০ টাকা থেকে ১৭০০ টাকায়।
সব মডেলের ওয়ালটন স্মার্ট এবং ফিচার ফোনে এক বছরের ওয়ারেন্টি থাকছে। এ ছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনে পাওয়া যাবে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধা।