হোয়াইট হাউজে মেলানিয়া

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

ইন্টারনেট

বিদেশ

হোয়াইট হাউজে মেলানিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ মে, ২০১৮

হোয়াইট হাউজে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮)।  কিডনিজনিত জটিলতায় চিকিৎসার জন্য গত সোমবার থেকে তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। খবর বিবিসি ও সিএনএন।

মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম জানান, চিকিৎসা শেষে গত শনিবার সকালে তিনি হোয়াইট হাউজে ফিরেছেন। বর্তমানে বিশ্রামে আছেন। তার সুস্বাস্থ্য কামনা করে হাজার হাজার লোক আমাদের অফিসে ফোন ও ই-মেইল করেছেন। যারা এ সময় পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। এদিকে মেলানিয়া সুস্থ হয়ে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমাদের ফার্স্ট লেডি হোয়াইট হাউজে ফিরেছেন। তবে তিনি ফার্স্ট লেডির নামের বানান লিখতে ভুল করেছেন। 

এতে তিনি মেলানিয়া (Melania) লেখতে গিয়ে মেলানি (Melanie)  লেখেন। তবে মেলানিয়ার জন্য যারা শুভকামনা ও প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদও জানান এই টুইটের মাধ্যমে। ওই টুইট বার্তাটি প্রকাশের কিছুক্ষণের মধ্যে ট্রাম্প সেটি মুছে নতুন আরেকটি টুইট করেন। পরের টুইটে মেলানিয়ার নামের বানান নির্ভুল লেখেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads