বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সিপি রোডে আরাবী ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে একটি ট্যুর প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিপি রোডে আরাবী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সুধীজনেরা অংশ নেন।
আরাবী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্তাধিকারী সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, অনলাইনে বাংলাদেশ এবং ভারতের ট্রেন, বাস, বিমানের টিকিট বুকিং, ভারতের ট্যুরিস্ট, মেডিকেল ও বিজনেস ভিসা প্রসেসিং, বাংলাদেশের পাসপোর্ট ফরম প্রসেসিং সহ বাংলাদেশ এবং ভারতের দর্শনীয় স্থানে ট্যুর প্যাকেজ ও ওমরাহ হজের জন্য বুকিং নেওয়া হবে।