হাসানের সঙ্গে মেয়র জাহাঙ্গীরের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম গতকাল বিএনপির পরাজিত য়ের প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

হাসানের সঙ্গে মেয়র জাহাঙ্গীরের সৌজন্য সাক্ষাৎ

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জুলাই, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম গতকাল বুধবার সকালে সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের কাছে যান। টঙ্গীর আউচপাড়া মিত্তিবাড়ি আহসান উল্লাহ সরকার এতিমখানা ও মাদরাসায় এ সাক্ষাতে হাসান উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম কোলাকুলি করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচনের পূর্বে জনগণকে তিনি যে যে ওয়াদা দিয়েছিলেন তা যেন বাস্তবায়ন করা হয়। সকল ভালো কর্মে আমি জাহাঙ্গীর আলমকে সাহায্য করব, সহযোগিতা করব।

তিনি নবনির্বাচিত মেয়রকে বলেন, মনে যা পোষণ করবেন, মুখেও তাই বলবেন। কোনো কোনো মানুষ কলম রাখেন দুইটা। এক কলমের দস্তখতে চাকরি হবে, অপর কলমের দস্তখতে চাকরি হবে না। এই প্র্যাকটিস আমাদের ত্যাগ করতে হবে। লোকদেখানো এবং ফটোসেশন করাটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমার কাছে আসার কোনো অর্থ নেই। এখানে আসা তখনই অর্থবহ হবে, যখন যা বলবেন তা করবেন।

জাহাঙ্গীর আলমকে সময় সম্পর্কে খেয়াল রাখার পরামর্শ দিয়ে হাসান উদ্দিন সরকার  বলেন, এ বয়সে সময়কে মূল্য দেবেন, সময় সম্পর্কে খেয়াল রাখতে পারলে তিনি কাজে কখনো পেছনে পড়বেন না। তা না হলে পেছনে পড়ে যাবেন।

জাহাঙ্গীর আলম হাসান সরকারসহ উপস্থিত সবার দোয়া কামনা করে বলেন, আমার দায়িত্ব পালনকালে আমি সব সময় হাসান উদ্দিন সরকারের পরামর্শ ও সহযোগিতা কামনা করব। সকলে মিলেমিশে এই নগরীর উন্নয়নে কাজ করব। সবার সহযোগিতায় একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। মুক্তিযোদ্ধা হিসেবে হাসান উদ্দিন সরকারের স্মৃতি রক্ষার্থে তার নামে একটি রাস্তা করার ইচ্ছা ব্যক্ত করেন জাহাঙ্গীর আলম। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads