হাসানের বাসায় তল্লাশি দাবি জাহাঙ্গীরের

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

গাজীপুর সিটি নির্বাচন

হাসানের বাসায় তল্লাশি দাবি জাহাঙ্গীরের

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি গোয়েন্দা তৎপরতা চালিয়ে বিএনপি প্রার্থী ও তার ঘনিষ্ঠজনদের বাসায় তল্লাশি চালানো উচিত বলে মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থীর বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি নানাভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি গাজীপুরকে মাটির সঙ্গে পিষিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে আমার আশঙ্কা হয় তার বাসায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকতে পারে। যেহেতু তার সঙ্গে জেএমবি ও জামায়াতের যোগাযোগ আছে, সে কারণে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের উচিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে বিএনপি প্রার্থী এবং তার সঙ্গে চলাফেরাকারীদের বাসায় তল্লাশি চালানো।

১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সে সময় হাসান উদ্দিন সরকারের দল জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল মার্কায় সিল মারতে গিয়ে সন্ত্রাসী শফি খুন হয়। ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনে জাল ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন ভোটকেন্দ্রে না আসার জন্য। সে সময়কার জাতীয় পার্টির আদলে তিনি আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। সরকার ও নির্বাচন কমিশনকে আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি আবদুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে আনা অভিযোগের জবাব দিয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, তাদের (আওয়ামী লীগ) এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যেই বোঝা যাচ্ছে যে, মিথ্যা বক্তব্যের মাধ্যমে আমাকে ও আমাদের নেতাকর্মীদের বিপদগ্রস্ত করে নির্বাচনকে ভিন্নদিকে ধাবিত করতে চাচ্ছে।

অবৈধ অস্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে বৈধ অস্ত্র রয়েছে। এ জন্য সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দীন সরকারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির এক মতবিনিময় সভায় জিসিসি নির্বাচনে দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকারের মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম বলেন, হাসান উদ্দিন সরকারের রাজনৈতিক জীবনের বয়স যত, জাহাঙ্গীরের বয়সও তত নয়। বিগত ১৯৮৬ সালে জাহাঙ্গীর আলম যখন শিশু, হাসান উদ্দিন সরকার তখন একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত জনপ্রতিনিধি। ডা. মাজহার আরো বলেন, জেএমবির সঙ্গে কার সম্পৃক্ততা আছে গাজীপুরবাসী তা ভালো করেই জানে। তবে আমরা বিগত দিনে পত্রপত্রিকায় জেএমবি সম্পৃক্ততাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরকে নিয়ে গণমাধ্যমে বহু সংবাদ প্রকাশ হতে দেখেছি।

অপরদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads