লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানির প্রবাহ কমেছে। সোমবার দুপুরে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি প্রবাহ ছিল ৫২ দশমিক ৬০। গত রোববার পানি প্রবাহ ছিল ৫২ দশমিক ৮৫।
নদীর পানি প্রবাহ কমলেও বেড়েছে জন দুর্ভোগ।কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ত্রাণ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী স্কুল সংলগ্ন একটি পাকা ও কাঁচা রাস্তা এবারের বন্যায় ভেঙ্গে পানি লোকালয়ে পানি প্রবেশ করে। ফলে ওই এলাকার লোকজন চলাফেরায় চরম ভোগান্তিতে পড়েছে। ৩/ ৪ কিলোমিটার ঘুরে তাদেরকে হাট-বাজার, স্কুল- কলেজ, হাসপাতালে আসতে হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা বলেন, জলাবদ্ধতার কারণে হাতীবান্ধা উপজেলায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কন্দর্প নারায়ন রায় বলেন, ডাউয়াবাড়ি আছের মাহমুদ উচ্চ বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।ওই স্কুলসহ গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে। এছাড়া বন্যার কারণে নদী কবলিত আশপাশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৬০ টন চাল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।