দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ নৌকার মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে হারুন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আসার পর স্থানীয় ঢাকা মোড়ে দলীয় নেতাকর্মীরা তাকে এ শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, আওয়ামী লীগ প্রার্থী হারুন-উর-রশিদ, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমান, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদ ইসলাম প্রমুখ।