জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত ছবি

জাতীয়

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১০ জন আহত হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলকে কেন্দ্রীয় খেলার মাঠে লাঞ্ছিত করলে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

জানা গেছে, বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল। এসময় কেন্দ্রীয় মাঠে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চলের মধ্যে পূর্ব ঘটনার জেরধরে উচ্চ বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে চঞ্চলের অনুসারীরা রাজীব আহমেদ রাসেলকে লাঞ্ছিত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ দিয়ে ক্যাম্পাসের বের করে দেয়। প্রাথমিক অবস্থায় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এমন খবর পেয়ে রাজীব আহমেদ রাসেলের অনুসারীরা এক জোট হয়। পরে বিকাল পাঁচটার দিকে এসএম আবু সুফিয়ান চঞ্চলের শহীদ সালাম বরকত হলের অনুসারীরা দেশীয় অস্ত্র, রামদা, রড, পাইপ এবংআগ্নেয় অস্ত্রসহ হলের সামনে অবস্থান নেয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাজিব আহমেদ রাসেলের অনুসারীরাও দেশীয় অস্ত্র, রড,রামদা পাইপ, ইটপাটকেল নিয়ে বটতলায় অবস্থান নেয়।এক  পর্যায়ে দুইপক্ষেরমধ্যে বাকবিতন্ডা ও পরে আ.ফ.ম কামাল উদ্দিন হল সংলগ্ন বটতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষের মধ্যে ৬ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকারণ ক্ষেত্রে পরিণতহয়।

এসময় প্রক্টর ফিরোজ উল হাসান ঘটনা নিয়ন্ত্রণ করতে গেলে তিনি আহত হন। 

পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

মারধরের প্রসঙ্গে সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল ও বর্তমান সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চলের সঙ্গে যোগাযোগ করা হলে দু’জনেই এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

প্রক্টর ফিরোজ ঊল হাসান বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত। আশা করছি তারা দুজন নিজেদের মধ্যে দূরত্ব এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads