কক্সবাজারের মহেশখালী উপকূলের সোনাদিয়া চ্যানেল থেকে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উদ্ধার হওয়া ওই রোহিঙ্গাদের একটি নৌকায় সাগরপথে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল।
এদের মধ্যে ১৪ জন নারী ৬ শিশু ১১ জন পুরুষ বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম।
তিনি বলেন, আজ বুধবার সন্ধ্যায় একটি কাঠের ট্রলারে করে কিছু সংখ্যক রোহিঙ্গা মালয়েশিয়া পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
মহেশখালী একটি মানবপাচার কারী চক্র উক্ত রোহিঙ্গাদের সাগরে আটকে রেখে মুক্তিপন হিসাবে টাকা আদায়ের চেস্টায় ছিল বলে জানিয়েছে একটি সূত্র।