দিনাজপুরের হিলিতে অগ্নি নির্বাপক মহাড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে হিলি স্থলবন্দর অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্যোগে স্থানীয় জনগণকে সচেতন করতে উপজেলার চুড়িপট্টি মোড়ে এই মহাড়া প্রদর্শন করা হয়।
হিলি স্থলবন্দর অগ্নিনির্বাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল হকের নেতৃত্বে মহাড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ানো পর নিয়ন্ত্রনের কৌশল প্রদর্শন করা হয়।