ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ নভেম্বর, ২০১৮

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজের বিপক্ষ টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৮১ রান। অভিষেকেই অর্ধশতক তুলে নিয়ে নিয়েছেন সাদমান ইসলাম।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথম সেশনে সৌম্য সরকার, মুমিনুল হক বিদায় নিয়েছেন, দ্বিতীয় সেশনে বিদায় নেন মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম। উইকেটে অপরাজিত থেকে তৃতীয় সেশনে ব্যাট করতে নামবেন মুশফিকুর রহিম (৮) এবং সাকিব আল হাসান (১৪)।

সৌম্য সরকার ও সাদমানের ইনিংসের শুরুটা ছিলো মাঝারি মানের। ভালো খেলার ইঙ্গিত দিয়েও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি সৌম্য। রস্টন চেজের শিকার হয়ে ব্যাক্তিগত ১৯ রান করে, তিনি ফিরে যান দলীয় ৪২ রানে। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মুমিনুলও ছিলেন ছন্দে। কিন্তু তিনিও হতাশ করেন টাইগার সমর্থকদের। ফিরে যান দলীয় ৮৭ রানে। তৃতীয় উইকেট জুটিতে মিথুনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন সাদমান। দুর্দান্ত ব্যাট করে ফিফটি তুলে নেন সাদমান ইসলাম। ২৯ রান করে বিশুর শিকার হয়ে সাজ ঘরে ফেরেন মিথুন। এরপরপরই ফিরে যান ৭৬ রান করা সাদমান। এখন মুশফিককে নিয়ে ব্যাট করছেন অধিনায়ক সাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads