হঠাৎ অচল ফেসবুক

ফেসবুক লোগো

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

হঠাৎ অচল ফেসবুক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৮

বিশ্বজুড়ে গতকাল শুক্রবার রাতে হঠাৎ অচল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতে বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তের ফেসবুক ব্যবহারকারী পড়েছিলেন সমস্যায়।

বাংলাদেশে শুক্রবার রাত ১০টা ১২ মিনিট থেকে ৬ মিনিটের জন্য এ সমস্যা দেখা যায়। তবে কিছু সময় পর চালু হয় ফেসবুক। এ জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ফেসবুক লগ ইনে সমস্যা দেখা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং বাংলাদেশের ব্যবহারকারীরাও এ সমস্যার সম্মুখীন হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads