সাত বছর ধরে চলমান পেটেন্ট যুদ্ধের অবসান ঘটিয়েছে প্রযুক্তিবিশ্বের দুই শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং। বুধবার আদালতে দাখিল করা নথি থেকে এ তথ্য জানা গেছে।
তবে কী শর্তে দুই প্রতিষ্ঠানের মধ্যে আপস হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অ্যাপল কিংবা স্যামসাং কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে অ্যাপলের এক মুখপাত্র জানান, অ্যাপলের কাছে এ মামলার গুরুত্ব টাকার চেয়েও বেশি।
এ মামলায় গত মাসে আদালত স্যামসাংকে ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করেছিল। এর আগে অপর একটি রায়ে আরো ৩৯৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। অভিযোগ তুলে নিলে স্যামসাংকে আরো ১৪০ মিলিয়ন ডলার দেওয়া লাগতে পারে।
আইফোনের ডিজাইন নকল করার অভিযোগে ২০১১ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে এ মামলা করেছিল অ্যাপল। মামলায় ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল প্রতিষ্ঠানটি। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত স্যামসাংকে ১.০৫ বিলিয়ন ডলার জরিমানার রায় দেন। তবে রায়ের অংশবিশেষ নিয়ে আপিল করে স্যামসাং। ২০১৬ সালে স্যামসাংয়ের পক্ষে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে পেটেন্টের বিষয়ে সে সময় কোনো রায় না দিয়ে বিষয়টি নিম্ন আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়।