ভাঁজ করা যাবে এমন স্মার্টফোন নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে স্যামসাং। নতুন খবর হলো, আগামী বছরের শুরুর দিকে বাজারে আসতে পারে এ স্মার্টফোন। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গ্যালাক্সি এক্স মডেলের এ ফোনটির সাঙ্কেতিক নাম দেওয়া হয়েছে ‘উইনার’। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লেটিকে মাঝ বরাবর ভাঁজ করে ফেলা যাবে, যা এরপর ওয়ালেটের মতো আকার ধারণ করবে। এছাড়া ফোনটির বাইরের দিকেও এক ধরনের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এক পাশে সেকেন্ডারি ডিসপ্লে থাকলেও অন্য পাশে থাকবে ক্যামেরা।
দুটি ডিসপ্লের কারণে ফোনটিতে ব্যবহার করা হবে উচ্চক্ষমতার ব্যাটারি। জানা গেছে, ফোনটির দাম হতে পারে ১৫০০ ডলার। প্রথম দিকে গেমারসহ কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে লক্ষ্য করে ফোনটি বাজারে আনা হতে পারে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।