ছবি: ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

স্যাটেলাইট উৎক্ষেপণ সামনে রেখে রকেটের বড় পরীক্ষা সম্পন্ন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ মে, ২০১৮

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণকে সামনে রেখে ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ ভ্যারিয়েন্টের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন করেছে উৎক্ষেপণকারী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টুইটে স্পেসএক্স জানিয়েছে, আগামী সপ্তাহে বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণকে সামনে রেখে ফ্যালকন-৯ রকেটের ব্লকের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়েছে। স্যাটেলাইটটি বহনকারী এ মহাকাশযান যাত্রার জন্য ঠিকঠাক আছে বলেও টুইটে জানানো হয়েছে। প্রাপ্ত সব তথ্য বিশ্লেষণ করে আগামী কয়েক দিনের মধ্যে উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছে স্পেসএক্স।

মূলত রকেটের মহাকাশ গমনকে সামনে রেখে যেসব পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়, তার মধ্যে অন্যতম হলো স্ট্যাটিক ফায়ার টেস্ট। এ পরীক্ষায় মূলত রকেটের ইঞ্জিন পুরোদমে চালু করা হয়। পরীক্ষাটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এ পরীক্ষায় উতরে গেলে মূল উৎক্ষেপণের পথে একটি বড় ধাপ সম্পন্ন হয়।

এদিকে ৭ মে স্যাটেলাইটটির উৎক্ষেপণের কথা থাকলেও সেটি আবারো পেছানো হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী তারিখ কবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এ নিয়ে ষষ্ঠবারের মতো উৎক্ষেপণ পেছানো হয়েছে।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান- ৭ মে উৎক্ষেপণের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, আবহাওয়াজনিত সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, প্রথমে পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, এরপর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি স্যাটেলাইট উৎক্ষেপণের এ প্রকল্প অনুমোদন দেয়। পরবর্তীতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নির্মাণের জন্য ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। স্যাটেলাইটটি মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান নেবে। ২০১৫ সালের শুরুতে রাশিয়ান স্যাটেলাইট কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে ২ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে এ স্লটটি কিনেছিল বাংলাদেশ। এ স্যাটেলাইটের উৎক্ষেপণ সম্পন্ন হলে বাংলাদেশ হবে স্যাটেলাইটের অধিকারী ৫৭তম দেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads