স্মার্টফোন থেকে বিদায় নেবে যেসব প্রযুক্তি

স্মার্টফোন

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোন থেকে বিদায় নেবে যেসব প্রযুক্তি

  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৮

হালের অন্যতম প্রযুক্তি পণ্য স্মার্টফোনে নিত্যনতুন প্রযুক্তি যেমন যুক্ত হচ্ছে, তেমনি বাদ পড়ছে পুরনো প্রযুক্তি। এরই মধ্যে আইফোন থেকে বাদ দেওয়া হয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। আইফোনের দেখানো পথে হাঁটছে আরো কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গা দখল করে নিচ্ছে আইরিস স্ক্যানার এবং ফেস আনলক প্রযুক্তি।

ভবিষ্যতের স্মার্টফোনে বাদ পড়বে, এমনই কয়েকটি প্রযুক্তির খবর থাকছে আজ-

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার : যেভাবে স্মার্টফোনের নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে, তাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার বন্ধ হতে খুব বেশি দিন লাগবে না। সম্প্রতি বাজারে আসা আইফোন টেন এস, টেন এস ম্যাক্স এবং টেন আর স্মার্টফোন তিনটিতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেনি অ্যাপল। এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে ফেস আইডি। এ ছাড়া ভিভো এবং অপো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার শুরু করেছে। একই ধারা বজায় থাকতে পারে ওয়ানপ্লাস ৬টি এবং স্যামসাং গ্যালাক্সি এস১০ স্মার্টফোনেও।

হেডফোন জ্যাক : হেডফোনের জন্য সাধারণত স্মার্টফোনে ৩.৫ মিলিমিটার জ্যাক ব্যবহার করা হয়। তবে আইফোনের দেখানো পথে ওয়ানপ্লাসসহ আরো কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অডিও জ্যাক বাদ দিতে শুরু করেছে। এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইউএসবি-সি পোর্টে ব্যবহারযোগ্য হেডফোন কিংবা ওয়্যারলেস হেডফোন।

সিম কার্ড স্লট : স্মার্টফোনে সিম কার্ডের জায়গা দখল করে নিচ্ছে ই-সিম। এর ফলে সিম কার্ড স্লটের প্রয়োজন হচ্ছে না। সর্বশেষ তিন আইফোনেও থাকছে ই-সিম ব্যবহারের সুবিধা। শিগগিরই এ প্রযুক্তির দিকে ধাবমান হতে পারে অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। এ সুবিধা প্রদান করতে কাজ করছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও।

মেমোরি কার্ড স্লট : স্মার্টফোনে বিল্ট-ইন স্টোরেজ ক্যাপাসিটি কম হলে প্রয়োজনে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাজারে আসা স্মার্টফোনগুলোয় ব্যবহার করা হচ্ছে বাড়তি ধারণ ক্ষমতার মেমোরি চিপ। এর ফলে আলাদা মেমোরি কার্ড ব্যবহারের প্রয়োজনও ফুরাচ্ছে। ভবিষ্যতের স্মার্টফোনে মেমোরি কার্ড স্লট বাদ পড়ার সম্ভাবনাও তাই প্রবল।

চার্জিং প্রযুক্তি : ওয়্যারলেস চার্জারের ব্যবহার ক্রমেই বাড়ছে। এর ফলে আলাদা চার্জিং ক্যাবল এবং অ্যাডাপ্টরও প্রয়োজন হচ্ছে না। ফলে অন্য প্রযুক্তিগুলোর মতো বিদায় জানানো হতে পারে প্রচলিত চার্জিং প্রযুক্তিকেও।

সিঙ্গেল লেন্স ক্যামেরা : স্মার্টফোন যখন প্রথম বাজারে এলো, তখন কেবল একটি ক্যামেরা ছিল তাতে। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং প্রয়োজনের তাগিদে যুক্ত হয়েছে ফ্রন্ট ক্যামেরা। এরপর এলো ডুয়েল লেন্স সমৃদ্ধ রিয়ার ক্যামেরা। বর্তমানে ডুয়েল রিয়ার ক্যামেরার পাশাপাশি অনেক প্রতিষ্ঠান ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোনও বাজারে আনছে। শিগগিরই সিঙ্গেল লেন্সের স্মার্টফোনকেও বিদায় জানাতে পারে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেট অবলম্বনে শাহাদাত হোসেন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads