মেসেঞ্জার প্ল্যাটফর্মে চ্যাট ও ভয়েস কলের জন্য ভয়েস কমান্ড নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, শিগগিরই এ মেসেজিং প্ল্যাটফর্মটিতে ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ পাঠানো, ভয়েস কল করা ও রিমাইন্ডার সেট করার মতো কাজগুলো করা যাবে।
ফেসবুকের এক মুখপাত্র এ ফিচার নিয়ে পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হতে পারে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
ভয়েস কমান্ড যুক্ত করা হলে মেসেঞ্জার ব্যবহার আরো সহজ হয়ে যাবে। এর মাধ্যমে এসএমএস, স্ন্যাপচ্যাট, অ্যান্ড্রয়েড মেসেজসহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম থেকে একেবারেই ভিন্ন ধরনের হয়ে যাবে মেসেঞ্জার।
বর্তমানে মেসেঞ্জারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন। তবে প্রতিদিন মেসেঞ্জার ব্যবহার করেন, এমন ব্যবহারকারী আছেন প্রায় ৩০ কোটি।