আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সংরক্ষিত ছবি

আইন-আদালত

স্বাস্থ্যগত কারণে দণ্ডিত যুদ্ধাপরাধীর জামিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০১৮

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ২০ বছরের সাজা পাওয়া নোয়াখালীর মো. আবদুল কুদ্দুসকে ৬ মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ থেকে দণ্ডিত কোনো আসামির জামিন লাভের ঘটনা এটাই প্রথম।

আবদুল কুদ্দুসের করা জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে এ জামিন দিয়ে সর্বোচ্চ আদালত বলেন, জামিনের মেয়াদ ৬ মাস হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি চিকিৎসা বোর্ডকে তার স্বাস্থ্যগত প্রতিবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads