স্প্যাম কল শনাক্ত করবে আইফোন

স্প্যাম কল এবং সাধারণ কলের ক্ষেত্রে বেশকিছু প্যারামিটার পরীক্ষা করবে এ ফিচারটি

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

স্প্যাম কল শনাক্ত করবে আইফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ অক্টোবর, ২০১৮

আইফোনে স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল শনাক্তের সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। সম্প্রতি ‘ডিটেকশন অব স্পুফড কল ইনফরমেশন’ নামক একটি প্যাটেন্ট আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ফিচারটিতে এমন ব্যবস্থা যুক্ত করা হয়েছে যা সহজেই স্প্যাম কল এবং নিয়মিত কল শনাক্ত করতে সমর্থ হবে। স্প্যাম কল হলে হয় ফোনে নোটিফিকেশন দেখানো হবে নতুবা কোনো কল অ্যালার্টই থাকবে না। অর্থাৎ ব্যবহারকারীকে স্প্যাম কলের বিষয়ে বিরক্ত হতে হবে না।

কিন্তু স্প্যাম কল শনাক্ত করা হবে কীভাবে? অ্যাপলের এ প্যাটেন্টে বলা হয়েছে, স্প্যাম কল এবং সাধারণ কলের ক্ষেত্রে বেশকিছু প্যারামিটার পরীক্ষা করবে এ ফিচারটি। এর মধ্যে থাকবে নেটওয়ার্ক ইকুইপমেন্ট আইডেন্টিফায়ার, সার্ভার আইডেন্টিফায়ারসহ আরো কিছু প্যারামিটার।

অ্যাপল ছাড়াও গুগল একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। গত সপ্তাহে অনুষ্ঠিত গুগলের একটি ইভেন্ট থেকে ‘কল স্ক্রিন’ নামের ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টের সহায়তায় এ ফিচারটি স্প্যাম কল শনাক্ত করতে পারবে।

এখানে উল্লেখ্য, অ্যাপল বিভিন্ন সময়ে এমন অনেক প্যাটেন্ট নিয়ে কাজ করে যা কখনো আলোর মুখ দেখে না। এ ফিচারটিও তেমনই হবে কিনা, সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনই জানানো হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads