অনুবাদের জনপ্রিয় মাধ্যম গুগল ট্রান্সলেট অ্যাপে কোনো ছবিতে থাকা বিভিন্ন লেখা অনুবাদ করা যায়। এর আগে ২৭টি ভাষায় এ সুবিধা থাকলেও এবার তালিকায় যুক্ত হয়েছে বাংলাসহ ১৩টি ভাষা। এর ফলে বাংলা লেখা রয়েছে, এমন কোনো ছবি তুললে গুগল ট্রান্সলেট অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ওই লেখা অন্য ভাষায় অনুবাদ করে দেবে।
২০১৫ সালে ফিচারটি চালু করে গুগল। নতুন কোনো স্থানে গিয়ে সেখানকার কোনো নির্দেশনা কিংবা খাবারের মেন্যু আরও সহজে এবং তাৎক্ষণিকভাবে বোঝার সুবিধা পাওয়া যাবে এর মাধ্যমে।
নতুন যুক্ত হওয়া অন্য ভাষাগুলো হলো পাঞ্জাবি, ভিয়েতনামিজ, থাই, গুজরাটি, কানাড়া, নেপালি, তামিল, তেলেগু এবং মালয়ালম।
ফিচারটি ব্যবহারের জন্য স্মার্টফোনে ট্রান্সলেট অ্যাপ চালু করে নেভিগেশন মেন্যু থেকে ক্যামেরা সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট কোনো লেখার ছবি তুললেই অ্যাপটি তাৎক্ষণিকভাবে ওই লেখা অন্য ভাষায় অনুবাদ করে দেখাবে। তবে এর জন্য ইন্টারনেট সুবিধা থাকতে হবে।