নিউজ ফিডে থ্রিডি ছবি দেখা যাবে, ফেসবুকে এমন একটি ফিচার চালুর ঘোষণা দেওয়া হয়েছিল এ বছর অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার কনফারেন্স থেকে। এরই অংশ হিসেবে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফেসবুক জানিয়েছে, টুডি ছবিকেই থ্রিডি ছবিতে দেখা যাবে নিউজ ফিডে। এজন্য পোর্ট্রেট মোডে তোলা ছবি আপলোড করার সময় ‘থ্রিডি ফটো’ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর তাহলেই টুডি ছবিতে ডেপথ এবং মুভমেন্ট যুক্ত করে থ্রিডি ছবিতে রূপান্তর করা হবে।
তবে থ্রিডি বলা হলেও সত্যিকার অর্থে থ্রিডি অভিজ্ঞতা মিলবে না এ ফিচারের মাধ্যমে। থ্রিডি ছবিতে যেভাবে সবদিক থেকে দেখার সুবিধা রয়েছে, তেমনটি এখানে পাওয়া যাবে না। এক্ষেত্রে শুধু একটি ছবিকেই কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখা যাবে।
ফেসবুক জানিয়েছে, পোর্ট্রেট ক্যামেরা রয়েছে এমন স্মার্টফোনগুলোতে এ সুবিধাটি পাওয়া যাবে। সব আইফোনেই পোর্টেট মোড রয়েছে। এ ছাড়া ডুয়েল রিয়ার ক্যামেরা আছে, এমন স্মার্টফোনেও পোর্টেট মোডে ছবি তোলা যায়।