রক্ষণশীল দেশ সৌদি আরবে এবার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নারী। সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলাওয়াল ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া নতুন ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নারী ব্যবসায়ী লুবনা আল ওলাইয়া।
লুবনা ২০১৪ সাল থেকে আলওয়াল ব্যাংকের ডেপুটি চেয়ারম্যানের পদে ছিলেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত জুনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়। এছাড়া প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো অধিকারও পেয়েছেন তারা।
লুবনা ফোর্বস ম্যাগাজিনের জরিপে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছেন।