ভারতের প্রথম ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি আবারো ভাইরাল হয়ে আলোচনার শীর্ষে তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। মেদহীন খোলা পিঠের ওই ছবিতে জিম করতে দেখা গেছে সুস্মিতা সেনকে। এ বয়সে তার এমন ছবিতে রীতিমত চমকে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
সুস্মিতা ভক্তরা মনে করছেন, কঠোর পরিশ্রম করেই বয়সকে বুড়ো আঙুল প্রদর্শন করেছেন সুস্মিতা। ধরে রেখেছেন নিজের সৌন্দর্য। মেদহীন খোলা পিঠের ছবিতেই সুস্মিতা প্রমাণ করে দিয়েছেন শারীরিকভাবে এখনো ফিট তিনি।