সৌদিসহ চার দেশের পণ্য বর্জনের ঘোষণা কাতারের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দোহা

ইন্টারনেট

বিদেশ

সৌদিসহ চার দেশের পণ্য বর্জনের ঘোষণা কাতারের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মে, ২০১৮

সৌদি আরবসহ প্রতিবেশী চার দেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে কাতার। গত শনিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে দোহা। এসব দেশের পণ্য বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস। 

কাতারের অর্থ মন্ত্রণালয় এসব দেশের পণ্য সরিয়ে নিতে দোকানদারদের নির্দেশ দেয়। তারা সে নির্দেশ পালন করছে কি না তা তদারকি করা হবে বলেও জানায় কর্মকর্তারা। পাশাপাশি তৃতীয় দেশ হয়ে সৌদির দুগ্ধজাত কোনো পণ্য যেন প্রবেশ না করতে পারে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে ওই দেশগুলো এক বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতারের নৌ, স্থল ও আকাশপথ অবরুদ্ধ হয়ে পড়ে। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনে এ অবরোধ আরোপ করা হয়। তবে কাতার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। কাতারে সরকার পরিবর্তনের জন্য আরব দেশগুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ দোহার।

উল্লেখ্য, গত বছর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাতারকে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল সৌদি-নেতৃত্বাধীন দেশগুলো। তারা আলজাজিরা নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া, কাতার থেকে তুর্কি সেনা বহিষ্কার, ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস এবং মিসরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলে। কিন্তু কাতার এসব দাবির কাছে নতি স্বীকার করবে না জানিয়ে বলে, আরব দেশগুলো কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। কাতার আগে খাদ্য আমদানির জন্য প্রতিবেশী আরব দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল। কিন্তু অবরোধ আরোপের পর দেশটি তুরস্ক, মরক্কো ও ইরান থেকে খাদ্য আমদানি শুরু করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads