পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া সৌদি আরবে অনুষ্ঠিত ফ্যাশন শোতে মডেল এড়াতে ড্রোন ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দেশটির জেদ্দা শহরে এমন এক ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। রক্ষণশীল সৌদি আরবে সাম্প্রতিক সময়ে নারীদের অধিকার প্রশ্নে কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ফ্যাশন শোর র্যাম্পে নারীদের হাঁটার মতো ব্যাপার এখনো সৌদি আরবে ভাবা যায় না।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রোন ব্যবহার করে ফ্যাশন শোর দৃশ্য প্রকাশিত হলে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোশাককে ড্রোনের মাধ্যমে র্যাম্পের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়াকে ভুতুড়ে চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে তুলনা করেন। ফ্যাশন শোর আয়োজক আলী নাবিল আকবর বলেন, উপসাগরীয় অঞ্চলে ড্রোন দিয়ে ফ্যাশন শো এবারই প্রথম। রমজান মাস হওয়ার কারণে এবং আয়োজকরা অনেক চিন্তা করেই পুরো অনুষ্ঠানটি এভাবে সাজিয়েছেন। সবকিছুর সঙ্গেই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো হয়েছে বলেও তিনি বলেন।
গতকাল শুক্রবার থেকে জেদ্দার হিলটন হোটেলে এই ফ্যাশন শো শুরু হয়েছে। স্থানীয় ব্র্যান্ড ছাড়াও বিদেশি অনেক নামিদামি ব্র্যান্ড এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।