মধ্যপ্রাচ্য

সৌদিতে নামাজের সময় বন্ধ হবে না দোকান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৬ মে, ২০১৮

এখন থেকে সৌদি আরবে নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির রাজতন্ত্র। গত বৃহস্পতিবার রাতে সৌদি সরকারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত ২৩৬ পাতার নথিতে এই ঘোষণা দেওয়া হয়। নথিতে দেশটির নারী-পুরুষ মেলামেশা সম্পর্কিত বিধিনিষেধ বন্ধ ছাড়াও নামাজের সময় চাইলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে বলা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবর।

সৌদি সরকারের প্রচারিত নথিতে ‘কোয়ালিটি অব লাইফ’ শীর্ষক নতুন একটি প্রকল্পের উল্লেখ করা হয়। এই প্রকল্পের আওতায় রাজতন্ত্রে বর্তমান অনেক আইনে সংস্কার আনা হবে বলেও জানানো হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার পর থেকেই বিভিন্ন সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন। দেশকে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিদেশি বিনিয়োগ ছাড়াও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসারে ইতোমধ্যেই অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুবরাজের কথিত ভিশন ২০৩০ বাস্তবায়নে দেশের শ্রমবাজারে নারীদের সম্পৃক্ত করতেও বিধিনিষেধে সংস্কার আনা হচ্ছে। এই ভিশনের অংশ হিসেবেই দেশটির সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোতে সম্প্রতি একজন নারী উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার ইতোমধ্যেই চলচ্চিত্র শিল্প এবং নারীদের গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এমনকি সরকারের আয়োজিত অনুষ্ঠানে আগের নিয়ম অনুসরণ করে নারী-পুরুষের জন্য আলাদা বন্দোবস্ত রাখা হয়নি। যুবরাজের এমন সংস্কার সিদ্ধান্তে দেশটির অভ্যন্তরে সমালোচনাও চলছে বেশ। রাজতন্ত্রের রক্ষণশীল অংশ বলছে- যুবরাজ সৌদি আরবকে তার ইতিহাস ও ঐতিহ্য থেকে দূরে ঠেলে দিচ্ছেন। গত মার্চে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন, ‘রাজতন্ত্রে অনেক চরমপন্থি আছেন যারা নারী-পুরুষের অবাধ মেলামেশা পছন্দ করেন না এবং নারীরাও যে পুরুষদের সঙ্গে একত্রে কর্মক্ষেত্রে কাজ করতে পারেন তা বিশ্বাস করেন না।’

প্রকাশিত নথিতে বলা হয়, এখন থেকে নারীরা খেলাধুলায় অংশগ্রহণ ও প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং স্থানীয়দের জীবনযাত্রার মান পরিবর্তনে এই পরিবর্তন আনা হয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়। এতদিন পর্যন্ত সৌদি রাজতন্ত্রে প্রতিদিন নিয়ম করে নামাজের জন্য দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে এবং ওষুধের দোকানও বন্ধ রাখতে হতো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads