মঙ্গলবার (৬ নভেম্বর) জাতীয় সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনে গিয়েছিলাম। আমরা সমাবেশ করার অনুমতি পেয়েছি। এখন মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।’
সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেনসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।