জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে বর্ধিতসভা করেন তিনি।
গেলো ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি।
সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।