নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নগরজোয়ার গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘু পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
আহ গতকাল সোমবার এ ঘটনায় দায়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের নগরজোয়ার গ্রামের সুনীল সাহার সঙ্গে রাইপুর গ্রামের জুয়েল মিয়ার দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে জুয়েল মিয়ার নেতুত্বে এক দল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুনিল সাহাকে পিটিয়ে আহত করে। এসময় তার স্ত্রী সাথী সাহা ও ছেলে শিমুল সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সুনিল সাহা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলায় নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।