বারান্দায় বসে অলস সময় কাটছে শিক্ষকদের

বগুড়ায় সারিকান্দির চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী না আসায় বারান্দায় অলস সময় কাটাচ্ছেন শিক্ষকরা

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

বারান্দায় বসে অলস সময় কাটছে শিক্ষকদের

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুলাই, ২০১৯

বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৩দিন শিক্ষার্থী না আসায় ক্লাশ নিতে পারছেননা শিক্ষকরা। ফলে স্কুলের বারান্দায় বসে অলস সময় কাটছে শিক্ষকদের।

সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ১টি শিক্ষার্থীও নেই স্কুলে। স্কুলের বারান্দায় বসে অলস সময় কাটাচ্ছেন ৪জন শিক্ষক।

এব্যাপারে নাম জানাতে অনইচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষকের সাথে ম্যানেজিং কমিটির দ্বন্ধের কারণে ছাত্র-ছাত্রিরা স্কুলে যায়না। এরকম চলতে থাকলে আমরা অন্য স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করে দিব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুঁই আক্তার জানান, গত নভেম্বর মাসে বিদ্যালয়ের নামে ৪০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদত হোসেন দুলাল সেই টাকা চেয়েছিল আমি তাকে টাকা না দেয়ায় তখন থেকে আমাকে বদলী করার জন্য নানান ঘটনা ঘটানো হচ্ছে। সেই জের ধরে বিদ্যালয়ের হাজারা খাতা সহ প্রয়োজনীয় কাগজপত্র সভাপতি তার বাড়ীতে নিয়ে গেছেন এবং শিক্ষার্থীদের বাড়ী বা[ড়ী গিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করায় বিদ্যালয়ে গত শনিবার থেকে উপস্থিত হচ্ছেনা।

এব্যাপারে তিনি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাদত হোসেন দুলাল জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করে ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে শিক্ষা অফিস সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫টি অভিযোগ করা হয়েছে। গত ফেব্রয়ারী মাসে এলাকাবাসী প্রধান শিক্ষকের বদলীর দাবী জানিয়ে ঝাড়ুমিছিল করেছে। শিক্ষা অফিসের গাফিলতির কারণে প্রধান শিক্ষককে বদলী করা হচ্ছেনা।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিক্ষকরা ক্লাশ নিতে পারছেন না। প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads