ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘সেভ লাইফ’। নির্মাণ করছেন কাজী আমিরুল ইসলাম শোভা। এরই মধ্যে ছবিতে অভিনয় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস, চিত্রনায়িকা আইরিন ও নাট্যাভিনেতা ওবিদ রেহান। রাজধানীর ফায়ার ব্রিগেড হেড কোয়াটার্সে ছবির টানা চিত্রায়ণ চলেছিল ১৯ নভেম্বর পর্যন্ত।
‘সেভ লাইফ’ ছবিতে ফায়ার ব্রিগেড কর্মকর্তা ‘মেরিনা’ চরিত্রে অভিনয় করছেন চম্পা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিতে অভিনয় না করলে ফায়ার ব্রিগেডে কর্মরতদের চ্যালেঞ্জিং জীবন সম্পর্কে জানাই হতো না। ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সেই সঙ্গে পরিচালকের কাছে আমার বিশেষ অনুরোধ, তিনি যেন ছবিটিতে এমন কিছু বার্তা দেন যাতে ছবিটি দেখার পর দর্শক নিজে থেকে সচেতন হতে পারেন।’
ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তা ‘জয়নাল’ চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। মূলত তার অধীনেই কাজ করতে দেখা যাবে চম্পা, ওবিদ রেহান ও আইরিনকে। ছবিটি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ আমার অভিনয় জীবনের একটি অন্য রকম কাজ হতে যাচ্ছে। কারণ যে জীবনকে খুব কাছে থেকে দেখার সুযোগ কখনোই হয়ে উঠত না, সেভ লাইফে কাজ করে এক অন্য জীবনকে কাছে থেকে দেখলাম। আমাদের দেশে যারা ফায়ার ব্রিগেডে কাজ করেন তারা সত্যিই অনেক কষ্ট করেন। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
ছবিতে ‘জয়া’ চরিত্রে দেখা যাবে আইরিনকে। ভিন্ন গল্পের এ ছবিতে চমৎকার চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য ছবির পরিচালককে ধন্যবাদ জানান আইরিন। অন্যদিকে, এ ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রায় ১৪ বছর পর আবারো কোনো ছবিতে অভিনয় করলেন ওবিদ রেহান। ছবিতে চম্পা, ফেরদৌসসহ গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ওবিদ রেহান।