চার নাটকে তিতান চৌধুরী

তিতান চৌধুরী

সংগৃহীত ছবি

শোবিজ

চার নাটকে তিতান চৌধুরী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

মিস চট্টগ্রাম’খ্যাত অভিনেত্রী তিতান চৌধুরী। বড়পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার কাজ নিয়ে। সম্প্রতি ইমরাউল রাফাতের ‘পিছুটান’ ও গোধূলি বেলা’ এবং সাখাওয়াত সিবলির ‘ভালোবাসা ও বন্ধুতা’ ও ‘কিছু ভুল ছিল আমার’ শিরোনামের চারটি নাটকে অভিনয় করেছেন তিতান। ‘পিছুটান’ নাটকে তার সহশিল্পী ছিলেন রওনক হাসান। বাকি তিনটি নাটকে ছিলেন সজল।

এ প্রসঙ্গে তিতান চৌধুরী বলেন, ‘চারটি নাটকেরই গল্প এক কথায় অসাধারণ। আমি ইমরাউল রাফাত ভাই এবং সাখাওয়াত সিবলি ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ভালো গল্পে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি নাটকগুলোয় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে।’

এদিকে গেল সপ্তাহে ইলানের নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুল প্রতিদান’ এর চিত্রায়ণ শেষে সুন্দরবন থেকে ঢাকায় ফিরেছেন তিতান। খুব শিগগিরই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশ হবে জানিয়ে তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনে সুন্দরবনে শুটিং হয়েছে। এটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads