• শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬
সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুসহ নিহত ৩

সেপটিক ট্যাঙ্ক

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুসহ নিহত ৩

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

বন্দরনগরীর খুলশী থানাধীন ঝাউতলায় সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝাউতলার ডিজেল কলোনি জামে মসজিদের পেছনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলো সিফাত (১২), ইমরান হোসেন (২৫) ও তার ভাই রুবেল হোসেন (১৮)।

আলাউদ্দিন তালুকদার জানান, শিশু ‘সিফাত বল আনতে গিয়ে প্রথমে মসজিদের সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রুবেল হোসেন নিজেও ট্যাঙ্কে পড়ে গুরুতর আহত হয়। এরপর রুবেলকে তুলতে গিয়ে তার বড় ভাই আনোয়ার হোসেনও ওই ট্যাঙ্কে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads