সেনবাগে স্বর্ণালংকার, নগদ টাকা সহ ৭লাখ টাকার মালামাল লুট

ছবি : সংগৃহীত

অপরাধ

দুর্ধর্ষ ডাকাতি

সেনবাগে স্বর্ণালংকার, নগদ টাকা সহ ৭লাখ টাকার মালামাল লুট

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের পশ্চিমপাড়া পাটোয়ারী বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

এসময় ৫/৭ জনের একদল সংবদ্ধ সশস্ত্র ডাকাতদল বাড়ির গৃহকর্তা ব্যবসায়ী আক্তার হোসেন সুমনকে অস্ত্রের মুখে জিম্মি করে ভিতরে ঢুকে। এরপর পর্যায় ক্রমে তাদের প্রবাসী দুই ভাইদের রুমের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালকার, তিনটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা ও মূলবান মালামাল সহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।  এসময় ডাকাত দলের সদস্যদের দেখে চিৎকার দিলে গৃহকর্তী ব্যবসায়ীর মা বিবি আমেনা বেগম (৬৫) কে চড়থাপ্পড় মেরে আহত করে ডাকাত দলের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন। এঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান। থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির বীরকোট পাটোয়ারী বাড়িতে কুকুর ডাকার শব্দ পেয়ে স্থানীয় কানকিরহাট বাজারের ব্যবসায়ী আক্তার হোসেন সুমন বসতঘরের দরজা খুলে ঘর থেকে বের হলে হাফপ্যান্ট ও লুঙ্গী পরা ৫/৭ জনের একদল সশস্ত্র ডাকাতদল তাকে অস্ত্রে মুখে জিম্মি করে তাদের বসতঘরে প্রবেশ করে। এরপর তার প্রবাসী দুই ভাইয়ে রুমের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে পরিবারের সবাইকে জিম্মি করে ষ্টিলের আলম‍ারি ও শো-কেইসের তালা খ‍ুলে ১০ ভরি স্বর্ণালকার, তিনটি মোবাইল ফোন, নগদ ৩০হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads