কুমিল্লায় হাসপাতাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। এর আগে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ জন।
আক্রান্তের সবাই ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে কুমিল্লার হাসপাতালগুলো ভর্তি হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান।
তিনি জানান, কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত কারো অবস্থা আশংকাজনক নয়।
এদিকে ডেঙ্গু সচেতনতায় কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। মশা নিধনে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ওষুধ ছিটাচ্ছে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





