নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ও কেশারপাড় ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইটভাটার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার এবং সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।
বৃহস্পতিবার দুপুরে তারা দুইজন আলাদা অভিযান চালিয়ে ডমুরুয়া ইউনিয়নের বিজয় ব্রিকফিল্ড মালিক আইয়ুব আলীর ৫০ হাজার টাকা ও কেশারপাড় ইউনিয়নের এন.কে.বি ব্রিকফিল্ড মালিক গোলাম ছারওয়ারের ৩০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, লাইন্সেস ও পরিবেশ ছাড়পত্রবিহীন সকল ইটভাটায় পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।