কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৈয়ারায় ট্রেনে কাটা পড়ে গোপাল নাথ দাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেসের নীচে পড়ে সে কাটা পড়ে।
গোপাল নাথ দাসের মানসিক সমস্যা ছিলো বলে জানিয়েছে তার স্বজনরা। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রেল পুলিশ কুমিল্লা পাড়ির ইনচার্জ মেজবাউল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন।