সূর্যের সবচেয়ে কাছের ছবি তুলে পাঠিয়েছে মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী মহাকাশযান সোলার প্রোব পার্কার। সূর্যবলয় থেকে মাত্র ১৬ দশমিক ৯ মিলিয়ন মাইল দূর থেকে তোলা হয়েছে এই ছবি। আপাত দৃষ্টিতে এই দূরত্বটা অনেক বেশি হলেও মহাজাগতিক দূরত্বের কাছে অত্যন্ত কম।
সোলার প্রোব সূর্যের অ্যাটমস্ফিয়ার করোনার ছবি পাঠিয়েছে। তাতে করোনার আলোকরশ্মি বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। কম করে দুটি রশ্মি তো একেবারে উজ্জ্বল। এছাড়া লাল ধারার মধ্যে একটি উজ্জ্বল বিন্দু এবং কয়েকটি কালো বিন্দুও চোখে পড়েছে। নাসা জানিয়েছে, সূর্যের এই ছবির মধ্যেই পার্কারের লেন্সে ধরা পড়েছে আরেকটি উজ্জ্বল গ্রহও। বিজ্ঞানীদের ধারণা, ওটি সম্ভবত মঙ্গল। নাসার সাইটে লেখা রয়েছে, যে কালো স্পটগুলো দেখা যাচ্ছে, ওটি ক্যামেরার ব্যাকগ্রাউন্ড কারেকশনের জন্য তৈরি হয়েছে৷
পার্কার সোলার প্রোব প্রকল্পের বিজ্ঞানী নউর রাওয়াফির বলেন, ‘বছর বছর ধরে সূর্যের নানা ঘটনা এতদিন আমাদের পাজল করে দিচ্ছিল৷ পার্কার সোলার প্রোব সেই ধাঁধাগুলো পরিষ্কার করবে। কারণ, পার্কার সোলার প্রোব সূর্যের কাছে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে, এর আগে আমরা কখনোই সেখানে পৌঁছতে পারিনি৷’
নাসা বলেছে, সোলার প্রোব সূর্যের ভৌত তথ্য জানতে সাহায্য করবে। কীভাবে সূর্যের পৃষ্ঠ থেকে ৩০০ গুণ বেশি উত্তপ্ত হয়ে ওঠে বলয়ের তাপমাত্রা, সেটাও জানার চেষ্টা করবে সোলার প্রোব।
প্রসঙ্গত, এ বছরের ১২ আগস্ট সূর্যের দিকে রওনা দিয়েছিল পার্কার সোলার প্রোব। ১৯৫৮ সালে সৌর বাতাস সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী ইউজিন পার্কার। তার নামেই এই মহাকাশযানের নাম রাখা হয়েছে। কোনো জীবিত বিজ্ঞানীর নামে রাখা এটাই কোনো মহাকাশযানের নাম।