নতুন একটি গেমিং স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মুক্ত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছে শাওমি।
জানা গেছে, শাওমির পোকো এফ১ স্মার্টফোনেরই চীনা সংস্করণ হতে পারে নতুন এ স্মার্টফোনটি। সম্প্রতি শাওমি জানিয়েছিল, আগামী বছরের শুরুর দিকে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার একটি ফোন বাজারে আনা হবে। তবে এটিই সেই ফোন কি না, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এছাড়া কোন সিরিজের অধীনে এ স্মার্টফোনটি আনা হবে, তাও জানানো হয়নি।
শাওমির পোকো এফ১ স্মার্টফোনে আছে ৬ দশমিক ১৮ ইঞ্চি ডিসপ্লে, অ্যাড্রেনো ৬৩০ জিপিইউ, স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬/৮ গিগাবাইট র্যাম, ১২৮/২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।