নারায়ণগঞ্জের ফতুল্লার এক বাড়িতে আগুন লেগে নয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোতালের বাগ হক বাজার এলাকার নারায়ণ চন্দ্রের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের খবরের সত্যতা নিশ্চিত করেন।
ওসি মঞ্জুর কাদের বলেন, লাইনের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে ঘরে আগুন লেগে যায় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দগ্ধরা হলেন- নারায়ণ চন্দ্র (৪০), অর্চনা (২৮), সুস্মিতা (২৭), শ্রীনাথ (৩৫), হরিদাশ (৫৫), রমিথ (১৪), শাওন (১০), অর্পিতা (১০) ও অনামিকা (১৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হক বাজারের ওই বাড়িতে নারায়ণ তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। আগুন লাগার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।