চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি।
সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল বেলা আড়াইটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যায়। সেখানে বেলা ৩টার দিকে সাইফুল ইসলাম (২৫), আলাউদ্দিন (২৬) ও ইয়াছিন (১৮) নামে তিনজন সমুদ্রে গোসল করতে নেমে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা সাগরে ইঞ্জিনচালিত বোট নিয়ে তাদের উদ্ধারে তল্লাশি চালান। পর্যটক নিখোঁজের খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়াশি আজাদ জানান, উপজেলার বাঁশবাড়িয়া সাগরে নিখোঁজ তিন পর্যটকের সন্ধানে উদ্ধারকাজ চলছে। তবে সাগর উত্তাল হওয়ায় এখনো নিখোঁজ তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২১ জুন নারায়ণগঞ্জ এলাকা থেকে আসা দুই শিক্ষার্থী একই সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ২২ জুন বিকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।