সিলেট সিটি নির্বাচনে ভোট বাতিলের দাবি আরিফুলের

সিলেট সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী

ছবি: সংগৃহীত

নির্বাচন

সিলেট সিটি নির্বাচনে ভোট বাতিলের দাবি আরিফুলের

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে মেয়র পদে বিএনপি-মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোট বাতিলের লিখিত আবেদন করেন।

রিটার্নিং কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমকে আরিফুল হক চৌধুরী জানান, সন্ত্রাসীরা অন্তত ৪০টি কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল দিয়েছে। এছাড়া তার এজেন্টদের তাড়িয়ে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট জালিয়াতি করছেন।

নির্বাচন বর্জন করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো, সরে দাঁড়াবো না।'

আজ সকাল ৮টায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে ভোট গ্রহণ শুরুর কিছু সময় পরই বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে রাতেই ব্যালট বাক্স ভরিয়ে ফেলা হয়েছে। পরে এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বিএনপির প্রার্থী মিথ্যাচার করছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads